Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
হরিপুর জমিদার বাড়ি
Details

হরিপুর জমিদার বাড়ি । এটি নাসিরনগর উপজেলার হরিপুর  ইউনিয়নে অবিস্থিত। বাড়িটি উপজেলা থেকে প্রায় 12 কিমি পূর্বে অবস্থিত। তিতাসের পাড়ে প্রাচীন জমিদার বাড়িটি দর্শনার্থীদের চোখে পড়ার মতো।

18 শ শতাব্দীতে প্রাসাদটি জমিদার কৃষ্ঞ প্রসাদ রায় চৗধুরী (1870-1936) কর্তৃক নির্মিত হয়েছিল। হরিপুর বড়বাড়ি একটি দুই গম্বুজ এবং ত্রিতল বিশিষ্ট বাড়ি। বাড়িটির আয়তন  এবং আড়ম্বর পূর্ণ  স্থাপিত ঐতিহাসিক যুগের  ঐতিহ্যের শৈলিক নৈপুন্যের স্বাক্ষর বহন করে। প্রাসাদটি প্রায় 5 একর জমির উপর নির্মিত যাতে 60 টি কক্ষে নাট্যশালা, দরবার হল, গুদাম, গোশালা, রন্ধনশালা , প্রমোদ কক্ষ, খেলার মাঠ, মন্দির, মল পুকুর ইত্যাদি বিদ্যমান। দ্বিতলে আহরণের জন্য ছয়টি সিঁড়ি রয়েছে।