বার্তা
১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত নাসিরনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ উপজেলা। উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নাসিরনগরের সর্ব সাধারণের কল্যাণের জন্য একটি দক্ষ, সেবামুখী ও জবাবদিহিতামূলক উপজেলা প্রশাসন গড়ে তোলা আমার লক্ষ্য। এ লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সকল প্রকার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বিভিন্ন বিভাগের কাজের সমন্বয় সাধন করে যাচ্ছি। এছাড়া নাসিরনগর উপজেলা প্রশাসন রাজস্ব আদায় ও ভূমি ব্যবস্থাপনা, নির্বাহী ম্যাজিস্ট্রেসী, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রেজারী, স্থানীয়সরকার কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য সেবা, জাতীয় ও স্থানীয় নির্বাচন, মোবাইল কোট পরিচালনা ইত্যাদি কার্যক্রম দক্ষতা ও নিষ্ঠার সহিত সম্পাদন করা হচ্ছে।
তথ্য প্রযুক্তি খাতের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দক্ষ মানব সম্পদ গঠন, শোভন কাজ সৃজন এবং ই-সার্ভিস প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। জনগণের দোড়-গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন দপ্তরকে নিয়ে ই-সার্ভিস সম্প্রসারণে ও নতুন উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়ন কাজ করছে। জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সেবা সহজীকরণের জন্য নির্ভরযোগ্য তথ্যভান্ডার সমৃদ্ধ নাসিরনগর তথ্য বাতায়ন তৈরি সম্ভব হয়েছে। করোনা পরিস্থিতিতে সর্বস্তরের মানুষের জনস্বাস্থ্য নিশ্চিতের জন্য ভ্যাকসিন কার্যক্রম এবং গৃহহীন ও ভূমীহীনদের জন্য আশ্রায়ন প্রকল্প বাস্তবায়ন অতি গুরুত্বের সাথে সম্পাদন করা হচ্ছে। “কেউ যাতে পিছিয়ে না পড়ে” এ কথা মাথায় রেখে উপজেলা প্রশাসন সকল উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যার মাধম্যে SDG বাস্তবায়ন এবং সরকারের অষ্টম পঞ্চম বার্ষিক পরিকল্পনার লক্ষ্য সফলভাবে বাস্তবায়িত হবে। উপজেলা প্রশাসন দারিদ্র্য বিমোচনের জন্য সরকারের কর্মপরিকল্পনা এবং "ভিশন ২০২১ ও ২০৪১" বাস্তবায়নের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। একটি সুষ্ঠু, সুন্দর, উন্নয়নমুখী ও আলোকিত নাসিরনগর গড়াই আমাদের সকলের কাম্য।
উপজেলা নির্বাহী অফিসার
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS