নাসিরনগর উপজেলা পরিষদের উদ্যোগে আজ বুধবার বিকালে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট ২০১৫ - এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন,অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের,উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, সদর ইউপি চেয়ারম্যান রফিজ মিয়া,বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক মুকুল, আওয়ামীলীগ নেতা হাসান খাঁ,প্রধান শিক্ষক আবদুর রহিম,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু পরিচালনা কমিটির আহবায়ক সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান চৌধুরী, ,শিক্ষক নুরে আলম প্রমূখ। উদ্বোধনী খেলায় নাসিরনগর থানা পুলিশ একাদশ বনাম গোকর্ণ স্কুল এন্ড কলেজ একাদশ মধ্যে অনুষ্ঠিত হয়। এতে গোকর্ণ স্কুল এন্ড কলেজ একাদশ ৫-১ গোলে থানা পুলিশ একাদশকে পরাজিত করে।
এদিকে ফুটবল টুনার্মেন্ট ২০১৫ এ উপজেলার মোট ১৬ টি দল অংশ করবে। খেলায় অংশ গ্রহণকারী দলগুলো হচ্ছে নাসিরনগর থানা একাদশ,নাসিরনগর ডিগ্রী কলেজ, গোকর্ণ স্কুল এন্ড কলেজ ছাড়াও নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে ১৩টি দল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS