Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
উপজেলা প্রশাসন নাসিরনগর এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা প্রদান।
Details

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ রবিবার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতির শ্রেষ্ট সন্তান শহীদ পরিবারবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান লে:অব: গোলাম নূরের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জ্ামান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) সোহরাব মোল্লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আহাজারুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডা: রাফিউদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি,জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান চৌধুরী,শাহিনা খানম রেবা,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,ইউসিসির চেয়ারম্যান ও সাবেক ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়। সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত আহমেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান,যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম বেলায়েত,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাছির উদ্দিন রানা,অমর ভট্রাচায প্রমূখ। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Images
Attachments