Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নাসিরনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
Details

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে “বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি” এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জাম আহমদের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাফর আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলাম,উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল হোসেন,সদর ইউপি চেয়ারম্যান রফিজ মিয়া ও প্রধান শিক্ষক আবদুর রহিম প্রমূখ। অনুষ্ঠানে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জেলা পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতায় নাসিরনগরের প্রতিক দত্ত প্রথম স্থান অধিকার করেছে।

Images
Attachments