Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
উপজেলা প্রশাসনের উদ্যোগে নাসিরনগর উপজেলায় দু’দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন
Details

 ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার উপজেলা পরিষদ চত্বরে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার- ২০১৫ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে এসময় মেলায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাফর আহমেদ,উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া,উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা ছায়েদুর রহমান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মনজুমা আক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহিবুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলাম,উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল হোসেন,উপ-সহকারী প্রকৌশলী রুপক মিয়া,পল্লী বিদ্যুতের এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার,উপজেলা টেকনিশিয়ান মোঃ আমানত শাহ, প্রধান শিক্ষিকা কামরুন নাহার,প্রধান শিক্ষক আবদুর রহিম,আওয়ামীলীগ নেতা হাজ্বী আবদুল গাফ্ফার,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমূখ।
ডিজিটাল মেলায় সরকারি-বেরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহনমূলক প্রদর্শনীসহ ২০টি স্টল স্থান পেয়েছে । এছাড়া মেলায় ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র ,সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি সরঞ্জাম এ মেলায় প্রর্দশন করা হয়। দুই দিনব্যাপী মেলায় বিভিন্ন স্টল থেকে মোবাইল ব্যাংকিং ,মাটি পরীক্ষা ও সার প্রয়োগের সুপারিশ,বিদ্যুৎ বিল পরিশোধ,জীবন বীমা সুবিধা ও বেসরকারী শিক্ষক কর্মচারীদের কল্যান ভাতা ও অবসর সুবিধা ভাতা অন লাইনে কি ভাবে পাওয়া যায় তা হাতে কলমে দেখানো ব্যবস্থা রয়েছে।

Images
Attachments