Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নাসিরনগর উপজেলায় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ
Details

নাসিরনগর উপজেলায় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাযার্লয়ে ন্যাশনাল আইসিটি এনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভার্নমেন্ট ফেজ-২ (এনফো-সরকার) উপজেলার ৩০ টি সরকারি দপ্তরের প্রধানদের মাঝে ৩০টি ট্যাবলেট পিসি প্রদান করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে পিসি বিতরণ অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ উপস্থিত থেকে বিতরণ করেন এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিয়াউল ইসলাম সেলিম,মুন্সী তোফায়েল হোসেন, অফিসার্স ইনচার্জ আবদুল কাদের,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাফর আহমেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া,উপজেলা সাবরেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আবদুল্লাহ,উপজেলা মৎস্য কর্মকর্তা ছায়েদুর রহমান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মনজুমা আক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহিবুল ইসলাম,উপ-সহকারী প্রকৌশলী রুপক মিয়া,পল্লী বিদ্যুতের এজিএম সিদ্দিকুর রহমান তালুকদারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান, এই ট্যাব বিতরণের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে আরও গতিশীলতা আসবে।

Images
Attachments