Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নাসিরনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
Details

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও দিন ব্যাপী নানা কর্মসুচিীর মধ্যে দিয়ে শনিবার যথাযোগ্য মর্যাদায় মহাস স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৬ পালিত হয়েছে। নাসিরনগর উপজেলা প্রশাসনের আযোজনে কর্মসিুচীর মধ্যে ছিল রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্ধনী ও স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, আশুতোষ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ভিডিপি, স্কাউট, গালর্স গাইড, শিশু সংগঠন, স্কুল/কলেজের এর ছাত্র-ছাত্রীদের কুজকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহাম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবতী, মুক্তিযোদ্ধা লেঃ(অব) গোলাম নুর, আব্দুল বাক্কি। 
তাছাড়া ও দিবস উপলক্ষে উপজেলার ভিবিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ, বিএনপি সহ ভিবিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উৎদোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।

Images
Attachments