এইচএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে নকলের দায়ে ছয় শিক্ষার্থীকে বহিস্কার হয়েছে। একই সঙ্গে ওই ছয় শিক্ষার্থীসহ সাতজনকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জম আহমদ ও সহকারি কমিশনার (ভূমি) সরকার আব্দুল্লাহ আল-মামুন পরীক্ষা কেন্দ্রে গিয়ে শিক্ষার্থীদেরকে নকল করতে দেখে এ সাজা প্রদান করেন।
নকল করার দায়ে বহিস্কৃতরা হলো, সাদেকুর রহমান, তোফাজ্জল হোসেন, আতাউর রহমান, বাহার উদ্দিন, জসিম উদ্দিন, নুরুত্তম দাস। পরে সাদেকুরকে দুই হাজার, তফাজ্জলকে এক হাজার, আতাউরকে পাঁচশ’, বাহারকে তিন হাজার, জসিমকে এক হাজার ও নরত্তম দাসকে দুই হাজার টাকা জরিমানা করেন আব্দুল্লাহ আল-মামুনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নকল সরবরাহ করার দায়ে সাদ্দাম হোসেন নামে একজন বহিরাগতকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
নাসিরনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS