সারা দেশে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প, মৎস অধিদপ্তর এর আওতায় ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে জেলেদের পরিচয়পত্র প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলা মৎস্য অধিদপ্তর নাসিরনগর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলেদের স্বীকৃতি স্বরুপ কার্ড বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকার। মৎস্য কর্মকর্তা মো: ছায়েদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিপ পান্না, ডা: মো: হাবিবুর রহমান, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো: নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাসির উদ্দিন রানা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS