Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নাসিরনগরে জাতীয় ইঁদুর নিধন উপলক্ষে আলোচনা সভা
Details

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় ইঁদুর নিধন অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় অফিসার্স ক্লাব প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী । ইঁদুর ধরুন ইঁদুর মারুন- ইঁদুর মুক্ত খামার গড়ুন -এ প্রতিপাদ্য বিষয়ের উপর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির,উপসহকারী কৃষি কর্মকর্তা খোরশেদ আলম,কৃষক শিরু মিয়া প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী,জনপ্রতিনিধি,কৃষক-কৃষানীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Images
Attachments