Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি সেবা কিভাবে পাবেন

কি সেবা কিভাবে পাবেন

 

 

     ক্রমিক

      নং  

         প্রশিক্ষণের নাম  

 

     শিক্ষাগত

     যোগ্যতা

প্রশিক্ষণের

মেয়াদ

প্রশিক্ষনের সময় কাল

প্রশিক্ষণের

ধরন

প্রশিক্ষন

ফি

প্রশিক্ষণ

কেন্দ্রের নাম

০১

গবাদি পশু, হাঁস মুরগী পালন,মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষন কোর্স

৮ম

২.৫ মাস

জানুয়ারী-মার্চ,

এপ্রিল- জুন,

জুলাই-সেপ্টেম্বর, অক্টোবর-ডিসেম্বর

আবাসিক

(থাকা ও খাওয়া ফ্রি)

১০০/=

যুব প্রশিক্ষন কেন্দ্র, সুলতানপুর,

ব্রাহ্মণবাড়িয়া।

০২

বেসিক কম্পিউটার কোর্স

H.s.c

৬মাস

জুলাই-ডিসেম্বর, জানুয়ারী-জুন

অনাবাসিক (থাকা,খাওয়া প্রশিক্ষণার্থীর নিজের)

১০০০/=

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, উপ পরিচালকের কার্য়ালয়,যুবউন্নয়ন অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়া।

(কাদের ম্যানসন,৩য় তলা, আলস্নামা ফখরে বাঙ্গাল রোড (মাদ্রাসা রোড),কান্দিপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।

০৩

ইলেকট্রিক্যল এন্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষন কোর্স

৮ম

৬মাস

জুলাই-ডিসেম্বর, জানুয়ারী-জুন

অনাবাসিক

৩০০/=

০৪

রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং প্রশিক্ষন কোর্স

৮ম

৬মাস

জুলাই-ডিসেম্বর, জানুয়ারী-জুন

অনাবাসিক

৩০০/=

০৫

ইলেকট্রক্সি  (রেডিও, টিভি, মোবাইল) প্রশিক্ষন কোর্স

৮ম

৬মাস

জুলাই-ডিসেম্বর, জানুয়ারী-জুন

অনাবাসিক

৩০০/=

০৬

 পোষাক তৈরী

৮ম

৪ মাস

জুলাই-অক্টোবর, নভেম্বর-ফেব্রয়ারী, মার্চ-জুন

অনাবাসিক

৫০/-

০৭

মৎস চাষ

৮ম

১ মাস

প্রতি মাসের শুরম্নতে

অনাবাসিক

ফি নাই

উপ পরিচালকের কার্য়ালয়, যুব

উন্নয়ন অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়া।

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের জন্য -সদ্য তোলা ২ কপি পাসপোট সাইজের ছবি সত্যায়িত,শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি,ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত

নাগরিকত্ব সনদ ও স্ব হসেত্ম লিখিত আবেদন পত্র জমা দিতে হবে ।ক্রমিক নং-১ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বরাবর ও ২-৭ নং উপ পরিচালক ,যুব উন্নয়ন অধিদপ্তর,  ব্রাহ্মণবাড়িয়া  এর বরাবর স্ব হসেত্ম আবেদন করতে হবে। যোগাযোগ-১। যুব উন্নয়ন অফিস,নাসিরনগর,ফোন-0852656015

 ২। উপ পরিচালকের কার্য়ালয়,যুব উন্নয়ন অধিদপ্তর,  ব্রাহ্মণবাড়িয়া।ফোন-০৮৫১-৫৮২৫১

 

 

০২। নাসিরনগর উপজেলায় গবাদি প্রানি (গরম্ন,ছাগল,হাস-মুরগী) পালন,মৎস চাষ,নার্সারী সহ স্থানীয় চাহিদার ভিত্তিতে যে কোন 

     বিষয়ে (উপযুক্ত প্রশিক্ষক পাওয়া গেলে)বেকার যুবদের (বয়স ১৮-৩৫) ৩০ জনের ব্যাচে উপজেলার যে কোন স্থানে গিয়ে

     ৭/১০/১৫ দিন মেয়াদি অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন প্রদান করা ।

 

 

০৩। প্রশিক্ষিত  যুবদের আত্নকর্মসংস্থানে ৫০০০-৫০,০০০/- পর্যমত্ম যুব ঋণ  সুবিধা প্রদান করা ।

 

০৪। দারিদ্র বিমোচনে অতি দরিদ্র জনগোষ্টির মধ্যে অকৃষিখাতে (ক্ষুদ্র ব্যবসা,রিক্সা ভ্যান ক্রয়,হাঁস মুরগী পালন,গাভী পালন, ইত্যাদি)

      জীবন দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ ও (কেন্দ্র ভিত্তিক(প্রতি ০৫জনে০১ টি গ্রম্নপ ও ৫/১০টি গ্রম্নপে ০১টি কেন্দ্র))পর্যায়ক্রমে জন প্রতি ৮০০০-

      ১৬০০০/- টাকা পর্যমত্ম  ঋণ বিতরন করা ।

০৫। যুব উন্নয়ন অধিদপ্তরে তালিকাভূক্ত ও অন্যান্য সরকারী সংস্থায় নিবন্ধিত যুব সংস্থা/ক্লাবকে অনুদান প্রদান ও বিভিন্ন প্রকার

      সামাজিক কর্মকান্ডে সমপৃক্ত করে সামাজিক উন্নয়ন সাধন করা ।

০৬।ক্লাব ভিত্তিক যুব কর্মসূচি সারাদেশে সমপ্রসারন ও জোরদার করনের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব সংগঠনের মধ্যে কর্মসূচি

     ভিত্তিক নেটওয়ারকিং জোরদার করা । নির্বাচিত যুব সংগঠনের সহায়তায় বেকার যুবদের কম্পিউটারসহ  বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক   

     ট্রেডে ও সচেতনতা মূলক প্রশিক্ষণে        প্রশিক্ষিত  করে  আত্নকর্মসংস্থান, বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও সমাজ গঠনে উদ্ধুদ্ধ  করা

০৭। যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ও ঋণ প্রদানের পাশাপাশি HIV/AIDS/STDও ইভটিজিং প্রতিরোধ ও প্রজনন স্বাস্থ্য সর্ম্পকে

     সচেতনতা সৃষ্টি করা,সামাজিক মূল্যবোধ ও রীতি নীতি ফিরিয়ে আনা,পরিবার কল্যান ও জনসংখ্যা নিয়ন্ত্রন,পরিবেশ সংরক্ষণ,বৃক্ষ

     রোপন,ক্রীড়া ও সামাজিক কর্মকান্ডে উদ্বুদ্ধ করন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে।

যুব উন্নয়ন অধিদপ্তর,নাসিরনগর কর্তৃক প্রদত্ত সেবার বিবরন ও প্রদানের সময় সীমা

ক্রমিক নং

সেবার ধরন

সেবা গ্রহণকারী

সেবা প্রদানের সময়সীমা

সেবা দানের পদ্ধতি

সেবার স্থান

০১

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ

(প্রশিক্ষণ তালিকায় প্রশিক্ষণের বিসত্মারিত দেয়া আছে)

 

১৮-৩৫ বছর বয়সী বেকার যুব

প্রশিক্ষণের বিষয় অনুসারে ১,২.৫, ৪,৬ মাস

বিজ্ঞপ্তি অনুসারে আবেদন কারীদের মধ্য থেকে উপ পরিচালক ব্রাহ্মণবাড়িয়ার  নিকট নির্ধারিত তারিখে অনুষ্ঠিত সাক্ষাৎকারে চুড়ামত্মভাবে নির্বাচিতরাই প্রশিক্ষণে ভর্তি হতে পারবে।

সংশিস্নষ্ট প্রশিক্ষণ কেন্দ্র। সহোযোগিতায়- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, নাসিরনগর।

০২

অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ

(গরম্ন মোটা তাজা করন, গাভী পালন, ছাগল পালন, হাঁস মুরগী, মৎস্য চাষ, নার্সারী, ইত্যাদি সহ স্থানীয় চাহিদা ও প্রশিক্ষকের প্রাপ্যতার ভিত্তিতে যে কোন বিষয়)

১৮-৩৫ বছর বয়সী বেকার যুব

৭/১০/১৫ দিন ব্যাপী(বছরের যে কোন সময়)

প্রশিক্ষণে আগ্রহী ৩০ জনের তালিকা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় প্রাপ্তি সাপেক্ষে প্রশিক্ষণের ব্যাবস্থা  গ্রহন করা হবে।

উপজেলার যে কোন স্থানে গিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

০৩

ঋণ প্রদান

যুব প্রশিক্ষণ ও আত্নকর্মসংস্থান কর্মসূচী (শিক্ষিত বেকার যুবদের প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি ও আত্নকর্মী হিসাবে গড়ে তোলা এ কর্মসূচীর লক্ষ্য)

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত যুব

ঋণের আবেদন জমা দেয়ার ০১ মাসের মধ্যে

প্রথমে ০১ জন প্রশিক্ষিত যুব সাদা কাগজে ঋনের আবেদন করবেন। ক্রেডিট সুপার ভাইজার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রকল্প পরিদর্শন পূর্বক প্রকল্প গৃহীত হলে তাকে ঋণের মূল আবেদন পত্র সরবরাহ করবেন। প্রয়োজনীয় কাগজ পত্রসহ মূল আবেদনপত্র জমা হলে চুড়ামত্ম অনুমোদনের জন্য জেলা কমিটিতে/ উপজেলা কমিটিতে উপস্থাপনের ব্যাবস্থা গ্রহন করবেন। কমিটিতে অনুমোদিত হলে দ্রম্নততম সময়ের মধ্যে ঋণের চেক প্রদান করবেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, নাসিরনগর।

ঋণের জন্য মূল আবেদন পত্রের সাথে প্রশিক্ষণের মূল সনদপত্র,ঋণ ব্যাবহারের জন্য নির্ধারিত মালিকানা সম্পত্তির মূল দলিল/হাল নাগাদ পর্চা,আবেদনকারী ও জামিনদারের সদ্য তোলা ৩ কপি পাসপোট সাইজের সত্যায়িত ছবি,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ,জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি,১৫০/-টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প,৫/-টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প জমা দিতে হবে।

পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচী (অতি দরিদ্র জনগোষ্টির মধ্যে ক্ষুদ্র ঋণ(জনপ্রতি পর্যায়ক্রমে ৮০০০-১৬০০০/- পর্যমত্ম) প্রদানের মাধ্যমেবেকারত্ব নিরসন ও দারিদ্র বিমোচন এ কর্মসূচীর লক্ষ্য)

 ১৮-৪৫(বিশেষ ক্ষেত্রে-পরিবার প্রধানের বয়স শিথিল যোগ্য) বছরের স্বাক্ষরজ্ঞান সম্পন্ন অতিদরিদ্র জনগোষ্টি

ঋণ প্রসত্মাব জমা দেয়ার ২০ দিনের মধ্যে

স্বীকৃত গ্রম্নপ সদস্য গনের আবেদনের ০৩ দিনের মধ্যে ক্রেডিট সুপারভাইজার তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নিকট ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরবর্তী ০৪ দিনের মধ্যে উপ পরিচালকের নিকট চুড়ামত্ম অনুমোদনের জন্য উপস্থাপন করবেন। উপ পরিচালক ০৫ দিনের মধ্যে অনুমোদন দিবেন এবং অনুমোদিত হলে দ্রম্নততম সময়ে ঋণ প্রদান করতে হবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, নাসিরনগর।

 

ঋণ প্রাপ্তির জন্য পূরনকৃত আবেদন ফরমের সাথে আবেদনকারীর সদ্য তোলা ৩ কপি পাসপোট সাইজের সত্যায়িত ছবি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ,জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি,১৫০/-টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প(প্রতি গ্রম্নপে),৫/-টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প (জন প্রতি)জমা দিতে হবে। 

০৪

অন্যান্য কার্যাবলী

(পরামর্শ সহ সম্ভাব্য যে কোন সেবা)

সকল যুব শ্রেনী

অফিস সময়ে

চাহিত সেবার ধরন অনুযায়ী

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, নাসিরনগর।

                 

ব্যাখ্যাঃ- যুব= যুবক ছেলে ও মেয়ে,১৮-৩৫  বছরের ছেলে ও মেয়েদের যুব বলা হয়। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ - নির্দ্দিষ্ট    প্রতিষ্ঠানে প্রশিক্ষণ, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ- নির্দ্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র নাই,যখন যেখানে প্রয়োজন সেখানেই প্রশিক্ষণ করানো যায়।