নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ হিসেবে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারনের সামনে তুলে ধরতে সারাদেশের মতো গত মঙ্গলবার থেকে উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার পাশাপাশি চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বৈশাখী শিল্পী গোষ্ঠির আয়োজনে শিল্পী মোহাম্মদ হোসেন,ফারুক আহমেদ পারুল ও কাকলী গান পরিবেশন করছেন। এতে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার । বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন,সদর ইউপি চেয়ারম্যান মো: রফিজ মিয়া,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো.মুন্সী তোফায়েল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকছুদুর রহমান , উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া,ভেটেরনারী সার্জন ডাঃ আবদুল্লা আল মারুফ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাকসুদুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা মন্জুমা আক্তার,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রুপক মিয়া,পল্লী বিদ্যুতের এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার,পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মঞ্জু মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.ছায়েদুর রহমান প্রমূখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস