ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় ইঁদুর নিধন অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় অফিসার্স ক্লাব প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী । ইঁদুর ধরুন ইঁদুর মারুন- ইঁদুর মুক্ত খামার গড়ুন -এ প্রতিপাদ্য বিষয়ের উপর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির,উপসহকারী কৃষি কর্মকর্তা খোরশেদ আলম,কৃষক শিরু মিয়া প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী,জনপ্রতিনিধি,কৃষক-কৃষানীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস