স্থানীয় সরকার বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোহাম্মদ আজাদ ছাল্লাল বলেছেন এলাকার আইনশৃংখলা উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে। এ প্রশিক্ষণ গ্রহন করে সকল দফাদার ও মহল্লাদার যেন তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার আহবান জানান। আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার বিভাগের আওতায় ইউনিয়ন গভর্নেন্স প্রজেক্টের সহযোগিতায় প্রথমবারের মত উপজেলার গ্রাম পুলিশেদের জন্য “পুলিশ ও প্রতিরক্ষা”অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালায় সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানিয়েছেন। স্থানীয় অফিসার্স ক্লাবে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বিশেষ অতিথি ছিলেন অফিসাস ইনচার্জ (ওসি) মোঃ আবদুল কাদের। “গ্রাম পুলিশ ও প্রতিরক্ষা”অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১৩ টি ইউনিয়নের ১১৪ জন দফাদার ও মহল্লাদার অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস