ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প ও খামার যান্ত্রিকীকরণের ফসল উৎপাদন ও বৃদ্ধি (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ৫টি সমিতির মধ্যে (স্প্রেয়ার মেশিন) কৃষি যন্ত্রপাতি বিতরণ হয়। মুনসী তোফায়েল হোসন এর সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব যুহল পদ দে, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা। বিশেষ অতিথি জনাব মো: আবু নাছের, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ব্রাক্ষণবাড়িয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস