তারুণ্যে বিনিয়োগ আগামীর উন্নয়ন
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে “ তারুণ্যে বিনিয়োগ আগামীর উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে নাসিরনগর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আজ শুক্রবার উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জাম আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, সদর ইউপি চেয়ারম্যান রফিজ মিয়া,গোয়ালনগর ইউপি চেয়ারম্যান মোঃ কিরণ মিয়া। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোরহান উদ্দিন, মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) জাহাঙ্গীর আলম, পরিদর্শিকা মনজু রানী রায়,পরিদর্শক সাইফুল রহমান প্রমূখ । অনুষ্ঠানে শ্রেষ্ঠ কর্মী হিসেবে পরিবার কল্যান সহকারী মালা রানী রায়, পরিবার কল্যান পরির্দশিকা সৈয়দা ফাহমিদা বেগম, শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে পূর্বভাগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রকে পুরস্কৃত করা হয়। এছাড়া শ্রেষ্ট ইউনিয়ন হিসেবে হরিপুর ইউপি চেয়ারম্যান ও বেসকারী সংস্থা হিসেবে সূর্য়ের হাসি ক্লিনিক বন্ধনকে পুরস্কৃত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস